২০২২ সালেই ঢাকায় দেশের প্রথম মেট্রোরেল চালু হবে বলে আশা করা হচ্ছে। তবে মেট্রোরেলের ভাড়া কত হবে এ নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। জেনে নিন মেট্রোরেলের সম্ভাব্য ভাড়া।
বিজ্ঞাপন
মেট্রোরেলে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪০ পয়সা নির্ধারণের বিবেচনা করছে (ডিএমটিসিএল) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড । এই ভাড়ার পরিমাণের সিদ্ধান্ত চূড়ান্ত হলে ২০.১ কিলোমিটারের এই রুটে মোট ভাড়া আসবে ৪০ টাকা ২৫ পয়সা।
ধারণা করা হচ্ছে এই প্রকল্পে সব খরচ মিলিয়ে প্রতিদিন মেট্রোরেল চালাতে খরচ হবে ২ কোটি ৩৩ লাখ টাকার মতো। প্রতিদিন যদি ৪ লাখ ৮৩ হাজার মানুষ এই রেলসেবা ব্যবহার করে তাহলে খরচ উঠে আসবে।
তবে সংশ্লিষ্টরা আশা করছে প্রতিদিন মেট্রোরেল ব্যবহারকারী মোট যাত্রীর পরিমাণ দাঁড়াবে ৯ লাখ ৬০ হাজার।
Comment (0)