সগরে নেমে ১ শিক্ষার্থী নিহত
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নেমে ১ শিক্ষার্থী নিহত হয়েছে । নিখোঁজ রয়েছে আরও ১ জন। শনিবার আনুমানিক বেলা ১২ টার দিকে ৮-১০ জনের একটি দল সমুদ্রে গোসল করতে নেমেছিল। সেসময় উত্তাল ঢেউ ৫ জনকে ভাসিয়ে নিয়ে যায়। পরে ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় লাইফগার্ডের কর্মীরদের তৎপরতায় ৩ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। এরা হলেন আহমেদ (২১), ইমরুল শাহেদ (২১) ও মোবাশ্বেরুল ইসলামকে (২১) । উদ্ধারকৃতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
নিখোঁজ রুয়েটের শিক্ষার্থী কক্সবাজারের বইদ্দরঘোনা এলাকার জাহেদ হোসেনের ছেলে আরিফুল ইসলাম (২১)।তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে বলে ট্যুরস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।তিনি রুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র
নিখোঁজ ২ জনের মধ্যে ১ জনের লাশ আজ বিকেল ৫টায় কবিতা চত্বরের সামনের সৈকত থেকে উদ্ধার করা হয়।নিহত মোহাম্মদ রফিক (২১) কক্সবাজারের বাসিন্দা । ।জানা যায়, ঈদের ছুটি কাটাতে ঐ শিক্ষার্থীরা বাড়ি এসেছিলো।
Comment (0)