কক্সবাজার – সেন্টমার্টিন জাহাজের ভাড়া ও সময়সুচী । এম ভি কর্নফুলী এক্সপ্রেস জাহাজের ভাড়া ও সময়সূচী
অবশেষে দীর্ঘ ৬ মাস পর পর্যটকদের জন্য কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে আবার চালু হলো এমভি কর্নফুলী এক্সপ্রেস জাহাজ। ফলে পর্যটকদের ট্রালারে জীবনের ঝুঁকি নিয়ে সেন্টমার্টিন যাবার প্রয়োজন হচ্ছে না। প্রতি বছর নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত জাহাজ চলাচল করলেও এই বছর বেশ আগে থেকেই শুরু হলো জাহাজের যাত্রা। গতকাল ১১ সেপ্টেম্বর কক্সবাজারের উত্তর নুনিয়াছড়া BIWTA ঘাট হতে সকাল ৭ টায় ছেড়ে যায় কর্নফুলী এক্সপ্রেস জাহাজটি। জাহাজটি চালু হওয়াতে খুশি পর্যটকরা। কক্সবাজার থেকে জাহাজে সেন্টমার্টিনে পৌঁছাতে সময় লাগে ৫ থেকে সাড়ে ৫ ঘন্টা। জেনে নিন কক্সবাজার – সেন্টমার্টিন জাহাজের ভাড়া ও সময়সুচী।
কক্সবাজার – সেন্টমার্টিন রুটে এমভি কর্নফুলী এক্সপ্রেস জাহাজের সময়সুচী
কক্সবাজার থেকে ছাড়ে | সেন্টমার্টিন থেকে ছাড়ে |
সকাল: ৭.০০ মিনিটে | বিকাল: ৩.৩০ মিনিটে |
কক্সবাজার – সেন্টমার্টিন রুটে এমভি কর্নফুলী এক্সপ্রেস জাহাজের ভাড়া
টিকিটের ধরন | টিকিটের মূল্য |
ইকোনমি ক্লাস শোভন চেয়ার (Levender & Marigold) | ২০০০ টাকা |
বিজনেস ক্লাস ডিলাক্স চেয়ার | ২৫০০ টাকা |
ওপেন ডেক চেয়ার | ২৫০০ টাকা |
লিলাক লাউঞ্জ | ২৫০০ টাকা |
ভি আই পি লাউঞ্জ | ৩০০০ টাকা |
সিঙ্গেল কেবিন (১ জনের জন্য প্রযোজ্য) | ৫০০০ টাকা |
টুইন বেড কেবিন ( ২ জনের জন্য প্রযোজ্য) | ৮০০০ টাকা |
ভি আই পি কেবিন (লাক্সারী) | ১৫০০০ টাকা |
ভি ভি আই পি কেবিন | ২০০০০ টাকা |
আরও পড়ুনঃ বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ভাড়া ও সময়সুচী
Comment (1)