চলো বাংলাদেশ ট্যুরস –এ কিছু সংখ্যক পদে (পার্ট টাইম) ট্যুর গাইড নিয়োগের লক্ষ্যে আবেদন আহবান করা যাচ্ছে ।
ক্রঃ নং | পদের নাম | বেতন ও সুবিধা | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা,অভিজ্ঞতা ও দায়িত্ব |
১ | পার্ট টাইম ট্যুর গাইড (লোকাল ট্যুরিস্টদের জন্য) **(ছেলে-মেয়ে উভয়ই আবেদন করতে পারবে) |
৫০০ -২৫০০ টাকা প্রতি ট্যুর । এছাড়া ট্যুরে থাকা খাওয়া ও যাতায়াত সম্পূর্ণ ফ্রি |
২ টি |
-স্নাতক (বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরাও আবেদন করতে পারবেন)। -ভ্রমণের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক । – গ্রুপ ট্যুরে গাইড হিসেবে যেতে হবে। – ১ অক্টোবর,২০২০ থেকে কাজ শুরু করতে হবে। – ফেইসবুক গ্রুপে প্রতিদিন কমপক্ষে ২টি করে ট্রাভেল রিলেটেড পোস্ট করতে হবে। – ভদ্র,সৎ ও দায়িত্বশীল হতে হবে |
আবেদন ফর্ম পূরণ ও অন্যান্য তথ্যঃ
১। অনলাইনে আবেদন করার জন্য নিচের ফর্মটি পূরণ করুন।
২। আবেদন যাচাই বাছাই করে প্রাথমিকভাবে নির্বাচিতদের মোবাইল ফোনে কল করে সাক্ষাৎকারের সময় জানিয়ে দেওয়া হবে। সাক্ষাৎকারের দিন ১৫ মিনিটের একটি সাধারণ লিখিত পরীক্ষা নেওয়া হবে।(ট্যুর, ট্রাভেল ও মানসিক দক্ষতার উপর)
৩। চূড়ান্তভাবে নির্বাচিদের নামের তালিকা চলো বাংলাদেশ ট্যুরস এর ওয়েবসাইট , ফেইসবুক গ্রুপ এবং পেইজে প্রকাশ করা হবে। এছাড়া প্রার্থীদের কল করে জানিয়ে দেওয়া হবে।
৪। আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর,২০২০